ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
দুর্গাপুরে জাতীয় যুব দিবসে শোভাযাত্রা আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ
  • মোবারক হোসেন শিশির, (দুর্গাপুর) রাজশাহী
  • ২০২৩-১১-০১ ০২:৪৯:৪৭

"স্মাট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধু'র বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নানা আয়োজনের মধ্যোদিয়ে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

১লা নভেম্বর সকাল ১০টায় দুর্গাপুর দুর্গাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিনি হলরুমে আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা দ্রারিদ্র বিমোচন কর্মকর্তা, উপজেলা পাটবীজ কর্মকর্তা রুবেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমি সুপারভাইজার রাহিদুল ইসলাম, সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও যুব ঋণ গ্রহীতা বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ