ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৩-১১-০১ ০২:০৮:৩৯

“স্মর্ট যুব,সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু‘র বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে নানান আয়োজনে  জাতীয় যুব দিবস পালিত হয়েছে । 

 আজ  বুধবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে ঝাউতলা এলাকায় প‌রিস্কার প‌রিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

 পরে সকাল সাড়ে নয়টায় সা‌র্কিট হাউজের সামনে থেকে একটি যুব র‍্যালী বের হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  শিল্পকলা একা‌ডে‌মিতে গিয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমি মিলনায়ত‌নে দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন শামীম খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।  স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ- পরিচালক ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ, প্যানেল মেয়র মো:দেলোয়ার হোসেন আকন।  এসময়  বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক, এনজিও প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন। 

আ‌লোচনা শেষে ২১জন  যুব ও যুবতীদের মাঝে ৮লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী