ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
ঠাকুরগাঁওয়ে মাষ্টারক্রাফটসপার্সন ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত
  • ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • ২০২৩-১০-৩১ ০৯:১৯:০৭

ঠাকুরগাঁওয়ে মাষ্টারক্রাফটসপার্সন ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং  ইএসডিওর বাস্তবায়নে,রিকভারী এন্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট  (রেইজ)  প্রকল্পের আওতায় ইএসডিওর মেধা অনুশীলন কেন্দ্রে নির্বাচিত মাষ্টারক্রাফটসপার্স দের নিয়ে ২ দিনব্যাপী এই ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়। মাষ্টারক্রাফটসপার্সন গণ শিক্ষানবিশদের শিক্ষানবিশ কার্যক্রম কিভাবে পরিচালনা করবেন তার দিকনির্দেশনা ওরিয়েন্টেশনে প্রদান করা হয়। 

ইএসডিওর ডিপিসি ( মাইক্রোফিনান্স) স্বপন কুমার সাহা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ এর প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর উল আলম। ওরিয়েন্টশনে স্বাগত বক্তব্য রাখেন, রেইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আহসান হাবীব।

বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’:সমাজকল্যাণ মন্ত্রী
মাধবদী বিবির কান্দিতে বেঙ্গল বি লিমিটেড ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এলাকাবাসীর
দিনাজপুরে বিদ্যুতের অভাবে সেচকাজ ব্যাহত, দুশ্চিন্তায় দিনাজপুরের বোরো চাষি
সর্বশেষ সংবাদ