ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নবীনগরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল
  • মো. সাফিউল আলম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • ২০২৩-১০-৩১ ০৯:০৩:০১

পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারপতির বাসভবনে হামলাসহ বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের মিছিল ও শান্তি সমাবেশ পালন করেছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) ১১টার দিকে শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের নেতৃত্বে নবীনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সভায় মিলিত হয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়, নবীনগর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খায়রুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক ফরিদ হোসেন, আহবায়ক নূরুনাহার বেগম, টিটন চন্দ্র পাল, পৌর আওয়ামী লীগ নেতা হারুন রশীদ, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, আওয়ামীলীগ নেতা নূর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রুমান, সাবেক সহসভাপতি ওমর ফারুক প্রমুখ। 

সমাবেশে বক্তারা আরো বলেন, আজ থেকে নবীনগর উপজেলার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের সকল দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট রাজপথ থেকে প্রতিহত করবে। পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি-জামায়াত সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাংবাদিকদের ওপর হামলা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী