দিনাজপুরে বিএনপি'র ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনের জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস ও দূরপাল্লার কোন যান চলাচল করেনি। তরে জেলায় ট্রেন চলচলা স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা একেবারেই কম ছিল ।
আজ মঙ্গলবার সকাল থেকেই কোন বাস চলাচল করেনি বেশিরভাগ রাস্তায় হালকা যান চলাচল করলেও যাত্রীর সংখ্যা একেবারেই কম ছিল। যাত্রীবাহী বাস চলাচল না করায় বাস শ্রমিকরা অনেকটাই খোস গল্প করে অলস সময় পার করতে দেখা গেছে।
শহরে অনেকটা হালকা জান চলাচল করলেও বেশিরভাগ রাস্তায় ছিল ফাঁকা। তবে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি দেখা গেলেও কোন রকমের পিকেটিং বা অবরোধ সমর্থনে কোন মিছিল হতে দেখা যায়নি।
দিনাজপুর র্টামিনালের বাস শ্রমিক ফরহাদ হোসেন জানান, বাস মালিকরা এই অবরোধের মধ্যে বাস চালাতে অপারকতা প্রকাশ করেছেন। তিনি আরোও বলেন , বাস মালিকদের কথা একটা বাস ক্ষতিগ্রস্থ হলে কে বা কারা এর দায় দিবেন । আর যদি যাত্রীবাহি বাসের কোন বাস চালক বা বাস শ্রমিক ক্ষতিগ্রস্থ হয় তাহলে কোন ভাবেই এর ক্ষতি পুরন হবার নয়। তাই যাত্রীবাসী বাস চালনো বন্ধ রয়েছে।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন বলেন, অবরোধের প্রথম দিন ভোর রাত থেকেই পুলিশ, র্যাব ,ও বিজিবি যৌথ ভাবে দিনাজপুর শহর সহ বিভিন্ন সড়কে টহল অব্যাহত রাখা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্ডে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা আছে। জেলায় কোথাও অপ্রীতি কর পরিস্থিতির সৃষ্টি হয়নি।