ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
১০ লক্ষ নয়, ৫ লক্ষ টাকা জরিমানা হবে সাংবাদিকরা ভুল করলে - প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
  • লালমনিরহাট প্রতিনিধি :
  • ২০২৩-১০-৩১ ০৩:৪৭:০৩

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ১০ লক্ষ নয়, সাংবাদিক ও পত্রিকা ভুল করলে ৫ লক্ষ টাকা জরিমানা করে আইন পাশ করবে প্রেস কাউন্সিল ;  এ আইনটি দ্রুত সময়ের মধ্যে সংসদে তোলা হবে।

লালমনিরহাটে সাংবাদিকদের কর্মশালায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সাংবাদিকদের তালিকা তৈরীতে পত্রিকা গুলো সহযোগিতা করছে না। আমরা প্রেস কাউন্সিল থেকে পরিচয় পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

লালমনিরহাট সার্কিট হাউজে মঙ্গলবার দিনভর এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও অতিরিক্ত জেলা প্রশাসক টিএম মমিন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী