নীলফামারী সরকারী গণগ্রন্থগারে চালু হয়েছে শিশু পাঠকক্ষ। সম্প্রতি শিশুদের জন্য এই কেন্দ্র উন্মুক্ত করা হয়।
মনোরম পরিবেশে শিশুদের এই কেন্দ্রে রাখা হয়েছে বিশেষ আকর্ষণ। যাতে শিশুরা এখানে আসলে বই পড়ায় আগ্রহ সৃষ্টি হয় পাশাপাশি রাখা হয়েছে টেলিভিশনও।
সরকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান সহিদুল হক জানান, শিশুদের নানা বই রাখা হয়েছে এখানে। বিনোদনের জন্য টেলিভিশনও।
একবার এখানে আসলে শিশুদের মন ছুয়ে যাবে।
তিনি জানান, ৪বছর থেকে শুরু করে ১২বছর বয়সী শিশুরা এই কেন্দ্রের পাঠক হিসেবে রয়েছে।