ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭০ নেতাকর্মী আটক
- মজিবুর রহমান খান
-
২০২৩-১০-২৯ ১১:৩২:৫৩
- Print
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন জানান, নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আটকৃতদের যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া আইনশৃংখলা রক্ষায় পুলিশ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে। এদিকে ব্রাহ্মবাড়িয়ায় বি,এন,পি র ডাকা হরতালে তেমন কোন প্রভাব পড়েনি। দুরপাল্লার যানবাহন ছাড়া সবকিছু চলছে স্বাভাবিকভাবে। ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক।
হরতালের সমর্থনে কোথাও পিকিটিং করতে দেখা যায়নি দলটির নেতা- কর্মীদের । তবে বন্ধ রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।