তিন দিন পার হলেও পানি কমেনি সাতক্ষীরার উপকূলীয় এলাকায়। আশাশুনির প্রতাপনগরের পাশাপাশি নতুন করে প্লাবিত হয়েছে শ্রীউলা ও শ্যামনগরের নিম্নাঞ্চলগুলো।
এতে দুর্ভোগে বেড়েছে পানিবন্দি মানুষের। দেখা দিয়েছে খাবার সংকটও। টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরেও। খুলনায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে।
প্লাবিত হয়েছে কয়রা ও পাইকগাছা উপজেলার ১৫ টি গ্রাম। দুদিন আগে উপজেলা প্রশাসন ও স্থানীয়রা বেড়িবাঁধটি মেরামত করলেও পানির চাপে আবারও ভেঙে যায়। উন্নতির খবর নেই ভোলাতেও। জোয়ারের পানিতে তলিয়ে গেছে নতুন নতুন এলাকা।
তবে পানি কমছে বরগুনা ও রাজবাড়ী জেলায়।