ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী অবস্থান কর্মসূচী ও সমাবেশ
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-১০-২৯ ১১:৩১:২৮
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখা ও তার অঙ্গ সংগঠনগুলো অবস্থান কর্মসূচী, সমাবেশ ও মিছিল করেছে। আজ রবিবার (২৯ অক্টোবর) পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচী, এরপর মিছিল ও পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করে। পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আমজাদ হোসেন এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ১০ টা থেকে সকল নেতা-কর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচী ও মিছিলের কর্মসূচি পালন করা হয়। এরপর উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনিন মোমিন, যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামীলীগের সভাপতি রুখশানা বারী রুকু সহ সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচী ও শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী