ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
শেষ হচ্ছে ১৭তম আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেস
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৩-১০-২৯ ১১:২৯:২০
সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেস শেষ হচ্ছে আজ। এর আগে শুক্রবার রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ১৭তম আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেসের উদ্বোধন করা হয়। ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত তিনদিনব্যাপী এ কংগ্রেস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এম.পি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন প্রমুখ। তিনদিনের এ কংগ্রেসে অনেকগুলো বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হয়। কংগ্রেস শেষে আজ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কংগ্রেসের সাইন্টিফিক পার্টনার ছিল স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা।
যৌক্তিক মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার
৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী
ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৮