ফরিদপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের কমলাপুর ওয়েলফেয়ার সেন্টারের হলরুমে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সচিব ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমাদ খান। ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে ও ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকীর সঞ্চালনায় চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, মেরিন টেকনোলজি ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের মেধাবী ৮ সন্তানদের প্রত্যেককে ২৭হাজার ৫শত টাকা করে শিক্ষাবৃত্তি এবং ৫জন প্রতিবন্ধীর প্রত্যেককে ১২হাজার টাকা করে প্রতিবন্ধী ভাতার চেক প্রদান করা হয়।