ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিতে লালমোহনে উন্নয়ন সমাবেশ করলেন ইন্জিঃ নোমান
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৩-১০-২৬ ০৬:০১:৫০

প্রধামন্ত্রীর শেখ হাসিনার উন্নয়ন বার্তা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ভোলার লালমোহনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করলেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ( সিআইপি) । বৃহস্পতিবার ২৬ অক্টোবর)  সকালে লালমোহন মঙ্গল সিকদার বাজার ও হরিগঞ্জ বাজারে হাজার হাজার মানুষের উপস্থিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধলীগৌড়নগড় ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা হেদায়েতুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সদস্য এবং বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার( সিআইপি)। এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সারা দেশে হাইটেক পার্ক, সারা দেশের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার প্রসারে সরকারের ভূমিকা, বৈদেশিক মূদ্রা আয়, অর্থনৈতিক জোন,  স্বাস্থ্য-চিকিৎসাসহ সকল সূচকে অনেক এগিয়ে বিশ্বের কাছে এখন রোল মডেল বাংলাদেশ।

তিনি আরও বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নাই। লালমোহন - তজুমুদ্দিনের আওয়ামীলীগের মাঝে কোন বিভেদ নাই।  আগামীতে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামীলীগ থেকে যাকেই মনোনয়ন দিবে তার পক্ষে সকলে ঐক্যবদ্ধ  হয়ে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। যাতে বিএনপি জামাত এ সুযোগ কাজে লাগিয়ে ফায়দা লুটতে না পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে সকলে মিলে লালমোহন - তজুমুদ্দিনের উন্নয়নে কাজ করব। আমরা এমন কাজ করব না যাতে জননেত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ আওয়ামীলীগের বদনাম হয়। বরং আমরা সকলে প্রত্যেকে মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিব। এসময় তিনি আরো বলেন ভোলায় পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ রয়েছে । যার মাধ্যমে শিল্প কারখানা গড়ে তুলে ভোলাকে একটি উন্নয়ন সম্ভাবনা এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে  ভোলায়  ৫ ইন্ডাস্ট্রি করে দেয়ার ঘোষনা দেন এ শিল্পপতি। যাতে করে এলাকার শিক্ষিত কেউ বেকার থাকতে না হয় কারো কাছে হাত পাততে না হয়।

এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা লালমোহন - তজুমুদ্দিনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও সাবেক তজুমুদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম মিয়া,তজুমুদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, চরভুতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা হোসেন হাওলাদার, চাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান,আওয়ামীলীগ নেতা আনিসুল ইসলাম লাইজু,শম্ভুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম কিরন,লালমোহন উপজেলার আওয়ামীলীগের  সাবেক সভাপতি ও সাবেক উপজেলা  চেয়ারম্যান মরহুম অধ্যক্ষ এ কে এম নজরুল ইসলামের সুযোগ্য পুত্র আওয়ামীলীগ নেতা এ কে এম হেদায়েতুল ইসলাম ডিউক।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী  তিনি। এরআগে তিনি ঢাকা থেকে লঞ্চযোগে লালমোহন মঙ্গল সিকদার আসলে আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে সংবর্ধণা জানান।

এদিকে লালমোহন চৌরাস্তার মোরে বিএনপি, জামাত কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদে যুব মহিলালীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুস্ঠিত হয়েছে।

উল্লেখ তার আগমনকে কেন্দ্র করে রেব, পুলিশের টহল ছিল অনেক। প্রশাসনের অনেক তৎপরতা ছিল।জনমনেও অনেক আতংক বিরাজ করেছিল কিছু হয় নাকি।কিন্তু কোন রকম কোন সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে উভয়ের  সমাবেশ শান্তিপূর্ণ ভাবে  সম্পন্ন হয়েছে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত