ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫
বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-২১ ০৮:২০:৩৬

টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচজন। শনিবার দুপুরে এ ঘটনায় নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার বিশ্বাস বাথুলি গ্রামের রঞ্জিত সরকার, তার স্ত্রী মালতী সরকার ও ছেলে পার্থ সরকার এবং একই গ্রামের অটোরিকশা চালক অমিতাভ সরকার।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

টাঙ্গাইল থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, টাঙ্গাইল থেকে করটিয়াগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো একজন।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা