ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নীলফামারীতে শেয়ালের আক্রমণে শিশুসহ ছয়জন আহত ছয়
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-১০-২৬ ০৫:০৬:৫৭

নীলফামারীতে শিয়ালের আক্রমনে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল দশটার দিকে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
 
আহতরা হলেন ফজলার রহমানের স্ত্রী রুবি বেগম(২৫) ও তার তিন সন্তান রুবিনা বেগম(৬), মীম আক্তার (৩) ও গোলাম রব্বানী(১) এবং মজিবর রহমানের ছেলে আনিসুর রহমান(৫৫) ও কিনা মামুদের ছেলে তাইবুল ইসলাম(৪০)।
 
চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের বিটু জানান, সকাল দশটার দিকে আনিসুর রহমানের ছাগল আক্রমন করে অতর্কিত ছুটে আসা একটি শেয়াল। 

এ সময় আনিসুর এগিয়ে গেলে তার উপর আক্রমন চালায় শেয়ালটি। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যাওয়ার সময় শেয়ালটি ফজলার রহমানের বাড়িতে ঢুকে। এ সময় ওই বাড়ির চারজন এবং প্রতিবেশি আরো একজনকে কামড় দেয় শেয়ালটি। 
ইউনিয়ন চেয়ারম্যান  বিটু বলেন, শেয়ালের আক্রমণে গালের মাংস ছিড়ে যায় দুই শিশুর। স্থানীয়রা উদ্ধার করে আহতদের নীলফামারী হাসপাতালে ভর্তি করান। 

আহতদের মধ্যে দুই শিশুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় নীলফামারী হাসপাতাল থেকে। 
ঘটনার সময় বিক্ষুদ্ধ মানুষরা শেয়ালটিকে হত্যা করে। 

সামাজিক বনায়ন কর্মসুচি নীলফামারী রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, শেয়ালটি হিংস্র ছিলো। এ কারণে মানুষের উপর আক্রমন চালায়। শেয়ালের মৃতদেহ উদ্ধার করে মাটিতে পুতে রাখা হবে। 

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) ডা. আব্দুর রহিম জানান, হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসাদের মধ্যে তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের অবস্থা একটু খারাপ ছিলো।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ