প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসীকর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এ উপলক্ষে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ মিলনায়তনে ২৫ অক্টোবর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যুগ্ম-সচিব ,পরিচালক,(অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক মোঃ শওকত আলী, উপ-পরিচালক মাহবুবুল ইসলাম, নূরে আফসান বাবলী, মোঃ সাজ্জাদুল ইসলাম, মোঃ বিক্রম হোসেন প্রমুখ।
এ দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (দক্ষিণ) ও নারায়ণগঞ্জ জেলার ৯৩ জন শিক্ষার্থীদের মধ্যে চেক প্রদান করা হয়। এর মধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অনার্সের শিক্ষার্থীরা প্রতিজন পাবেন এক বছরে ৩৪ হাজার টাকা ও উচ্চমাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীরা পাবেন ২৭ হাজার ৫০০ টাকা। উল্লেখ্য, অস্বচ্ছল প্রবাসীকর্মীর সন্তানকে শিক্ষিত জনসম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ২০১২ সাল থেকে পিইসি, জেএসসি এবং এইচএসসি অথবা সমমান পর্যায়ে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।