ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বিএনপির মদদেই ২১ আগস্ট হামলা: প্রধানমন্ত্রী
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-২১ ০৭:৫৯:২৬

২১ আগস্টের গ্রেনেড হামলার সাথে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জড়িত ছিলো। এমনকি হামলার সব আলামত নষ্ট করেছিলো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি আরো বলেন, হামলাকারীদের নির্বিঘ্নে পালিয়ে যেতে আহতদের ওপর লাঠিচার্জও করেছিলো পুলিশ।

গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে আয়োজন করে আওয়ামী লীগ। ১৬ বছর আগের ওই হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রীসহ ২৪ জন নেতাকর্মী নিহত হয়। দলের পক্ষ থেকে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দলটির সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান ১৪ দলের কেন্দ্রীয় নেতারাও। এসময় নেতা কর্মীদের ভিড়ে করোনার স্বাস্থ্যবিধি মানা ব্যাহত হয়।

পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হোন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শুধু তারেক রহমান নয়, জড়িত ছিলেন খালেদা জিয়াও।

শেখ হাসিনা বলেন, বিএনপি বরাবরাই হত্যার রাজনীতির সঙ্গে জড়িত। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৫ আগস্ট হত্যায় জড়িত ছিলো। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টের মতো ২১ আগস্ট হামলাকারীদের রায়ও কার্যকর হবে।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা