ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলায় ঘূর্ণিঝড় "হামুন" নিয়ে উদ্বিগ্ন উপকূলবাসী; জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-১০-২৪ ০৫:৪০:১৪

ভোলায় ঘূর্ণিঝড় হামুন নিয়ে উদ্বিগ্ন উপকূলবাসী। ৭ নম্বার বিপদ সংকেত ভোলার সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ। জেলা প্রশাসনের ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায়  প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার(২৪ অক্টোবর) ভোলার  জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে  জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক গণমাধ্যমকে জানান ঘূর্ণিঝড় "হামুম" থেকে রক্ষা পাওয়ার জন্য জেলা প্রশসনের পক্ষ থেকে অনেক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে ঝূকিতে থাকায় মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনার জন্য সিপিপি ও রেড ক্রিসেন্টের পাশাপাশি কোস্টগার্ডকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও  পুরো জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৭৪৩ টি সাইক্লোন সেন্টার,বিভিন্ন চরে ১২ টি মুজিব কিল্লা ও ১৩ হাজার ৮৬০ জন সিপিপি ও প্রায় ২ হাজার রেড ক্রিসেন্ট সদস্য মোতায়েন রয়েছে। সাত উপজেলায় ৮টি তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে। 

এছাড়া মেডিকেল টিম খোলা হচ্ছে ও পর্যাপ্ত ত্রাণ ও শুকনো খাবার এবং শিশু খাবার প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুত সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপ-পরিচালক মো. আব্দুর রশিদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কামাল আজাদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী