ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
দিনাজপুরে সিদুর খেলার মধ্য দিয়ে দশমীর বিজয়া পালিত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-১০-২৪ ০৪:০৮:৫০

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন বিজয়া দশমি। মন্দিরে মন্দিরে বেদনার সুর পাশাপাশি আগামী এক বছরের অপেক্ষার আনন্দ।  

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এদিন সকাল থেকেই বিহিতপূজার মাধ্যমে পালিত হচ্ছে দশমীপূজা। প্রতিমা নিরঞ্জনের পর আলিঙ্গনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর দিন বিজয়া দশমী।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমী বিহিতপূজা শুররু হয়। পূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হবে। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন, তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠবেন ভক্তরা। বিভিন্ন বয়সি নারীরা এই সিদুর খেলায় মেতে উঠেন। একে অপরের গালে সিদুর লাগিয়ে আনন্দ প্রকাশ করেন। তরুনীরা সেলফি তুলতে ব্যবস্থ হয়ে পড়ে।  

পাশাপাশি একে অপরের হাতে সুতা পড়িয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবন্ধ করে রাখেন। অন্তরে দেবী মাকে রেখে বিদায়ের সুর বাজবে ঢাক ও শক্সেখর ধ্বনিতে। মন্ডবে মন্ডবে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের চোখে থাকবে বেদনার জল।

নারী ভক্ত প্রিয়া সরকার বলেন, বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী দূর্গার আনুষ্ঠানিকতা শেষ হয়। বেদনার সুরের মাঝে  আনন্দ আছে । কারন আগামী বছর আবার বেদি দূর্গা আমাদেও মাঝে ফিরে আসবে এই ভেবে। বেদী দূগার নিকট সকল মানুষের জন্য প্রার্থনা করা হয়েছে। 

সোনারগাঁও জাদুঘরের বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি
গাজীপুরে শেখ জামালের ৭১তম জন্মদিন পালন
নরসিংদীতে হিট স্ট্রোকে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
সর্বশেষ সংবাদ