ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য’ প্রকাশনার মোড়ক উন্মোচন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৩-১০-২৪ ০০:১৯:১৮

বাংলাদেশের পররাষ্ট্র  মন্ত্রণালয়ের  বিগত পাঁচ বছরে (২০১৯-২৩)’  অর্জিত সাফল্য নিয়ে প্রকাশনা ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য; এর মোড়ক উন্মোচন করা হয়।

এ উপলক্ষ্যে সোমবার (২৩ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এই মোড়ক উন্মোচন  অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায়  বদ্ধপরিকর। তিনি বলেন, আমরা প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চ্যালেঞ্জ নিতে চাই এবং আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, একা সফলতা অর্জন করা যায় না, এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ২০১৯ থেকে ২০২৩ এর মধ্যে যে কাজগুলো আমরা করেছি তা বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি মেনেই করা হয়েছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া পররাষ্ট্র নীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ এই নীতি আমাদের জন্য হাতিয়ার। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সব চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি।

আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেন, বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব বেড়েছে এবং অনেক দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়তে ইচ্ছুক।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) বিশিষ্ট ফেলো ফারুক সোবহান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এবং দেশের অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ড. খলিকুজ্জামান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও কামাল আবদুল নাসের চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন প্রমুখ।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা