ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পঞ্চগড়ে পালিত হয়েছে
  • পঞ্চগড় প্রতিনিধি:
  • ২০২৩-১০-২২ ১০:১৫:০৩

‘আইন মেনে চলুন, স্মার্ট বাংলাদেশ গড়ুন’ স্লোগানে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পঞ্চগড়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মধ্যে পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম বলেন, পঞ্চগড় জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ সড়ক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। 

বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক জনাব মোঃ রেজওয়ান শাহ বলেন, ফিটনেসবিহীন কোনো মোটরযান চলাচল না করার জন্য আমরা সচেতনতার সঙ্গে কাজ করি। জনগণ সচেতনতার সঙ্গে সহযোগিতা না করলেই আইন প্রয়োগ করে সড়ক নিরাপত্তা কঠিন হয়ে পড়বে। 

এ সময় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ সুলতান মাহমুদ, পুলিশ পরিদর্শক (নগর ও যানবাহন) মোঃ ফারুক হোসেন, মোঃ জুনায়েদুর রহমান পুলিশ পরিদর্শক (নগর ও যানবাহন), জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাকছুদুল, শ্রমিক পরিবহন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ জহুরুল ইসলাম বলেন, পঞ্চগড় জেলা প্রশাসন সড়কে গোবর, কৃষি পণ্য, পাথর ও বালু শুকিয়ে সেখানে গাড়ি পার্কিং না করে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন সময়ে জনসচেতনতার লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়েছি।

রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন
নীলফামারীতে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন
নীলফামারীতে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালন
সর্বশেষ সংবাদ