ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পার্বতীপুরে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন: জেলা প্রশাসক
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-১০-২২ ০৬:১৯:০৭

দিনাজপুরের পার্বতীপুরে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা মন্ডপ শারদীয় দুর্গা পূজার ভবের বাজার চম্পাতলী পূজা মন্ডপটি পরিদর্শন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।

আজ রবিবার তিনি পার্বতীপুরের ১৫০ টি পূজা মন্ডপের মধ্যে এটি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তুরাব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারন সম্পাদক বাবু দীপেশ রায় প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, 'সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবারের ন্যায় এবারও আনন্দ উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করছে। প্রতিটি মন্ডপে বিপুল সংখ্যাক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে।' এ সময় এলাকাবাসী ও পৌর মেয়র আমজাদ হোসেনের অনুরোধে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এই পূজা মন্ডপটিকে সনাতন ধর্মাবলম্বীদের আগামী লক্ষ্মী পূজা পর্যন্ত চালানোর অনুমতি প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত সকলেই তার এ ঘোষণাকে বিপুল করতালির মাধ্যমে স্বাগত জানান। আরও জানা গেছে, প্রায় ৪১ বছর ধরে মহা-ধুমধামের সাথে এখানে শারদীয় দুর্গোৎসবটি অনুষ্ঠিত হয়। তবে ২০১৭ সাল থেকে এটি বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়ে আসছে। পূজার ক’দিন মণ্ডপের আশ-পাশের দুই থেকে আড়াই কিলোমিটার ব্যাপী মানুষের ঢল নামে। বোধনের দিন থেকে শুরু করে লক্ষ্মী পূজা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত থাকে পূজা মন্ডপটি।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত