পার্বতীপুরে শারদীয় দূর্গোৎসবে ব্যাপক প্রস্তুতি
- মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
-
২০২৩-১০-২১ ১১:২৪:৫৭
- Print
সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী এই ধর্ম পালনে সার্বিক সহায়তা ও নিরাপত্তা দিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করেছে।
সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি), পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ও পৌর মেয়র আমজাদ হোসেনের নেতৃত্বে দলের একটি টিম আজ শনিবার উপজেলার তিনটি ইউনিয়নের বেশ কিছু দূর্গা মন্দির পরিদর্শন করেন।
পার্বতীপুর উপজেলা প্রশাসন উপজেলার মোট ১৫০টি পুজা মন্ডপের নিরাপত্তা দিতে মন্ডপসমুহে ৯৫৮জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করেছে। জানা গেছে, উপজেলায় ২৯টি পুজা মন্ডপ অধিক ঝুকিপূর্ণ। এসব মন্ডপের প্রতিটিতে ৮জন করে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ঝুকিপূর্ন ২৩টি মন্ডপের প্রতিটি’র জন্য নিরাপত্তা কর্মী রাখা হয়েছে ৬জন। তালিকাভূক্ত প্রতিটি পুজা মন্ডপে সরকারের জিআর তহবিল থেকে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। পুজা মন্ডপগুলোতে মডেল থানা, রেলওয়ে থানাসহ ৫টি পুলিশ ফাঁড়ি ও ইউনিয়নসমুহের গ্রাম পুলিশরা দিন রাত টহল অব্যাহত রয়েছে। উপজেলার সবক'টি পুজা মন্ডপের মধ্যে মোমিমপুর ইউনিয়নের গোবিন্দপুর চম্পাতলী পুজা মন্ডপটিতে দিনাজপুর জেলার সকল সনাতনীদের বৃহত উৎসবের কেন্দ্রভূমিতে পরিনত হয়েছে। মন্ডপ নেতৃবৃন্দ জানান, এখানে প্রতিদিন সহস্রাধিক দর্শনার্থির ভীড় জমে। শেষ দিনে এই পুজা মন্ডপটিতে অন্তত ২০/৩০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটবে। সে সময়ে এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা প্রয়োজন।