ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পটুয়াখালী-১ আসনের সাংসদ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড.মোঃ শাহজাহান মিয়ার ইন্তেকাল
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৩-১০-২১ ০৬:২১:০০

পটুয়াখালী ১ আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব অ্যাড.মোঃ শাহজাহান মিয়া (৮৬) ২১ অক্টোবর শনিবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায়  শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। বিকাল ৩টায় ঢাকার ন‌্যাম ভবনে মরহুমের প্রথম জানাযা এবং রবিবার বেলা ১১টায় পটুয়াখালী শহরের ঝাউতলায় দ্বিতীয় জানাযা অনু‌ষ্ঠিত হবে।

তিনি গত ৯ সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের প্রফেসর ড: আবুল কালাম আজাদের অধীনে চিকিৎসাধীন  ছিলেন।

তার মৃত্যুতে পটুয়াখালীর সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী সহ বিভিন্ন সামাজিক,  সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
 
বর্ষীয়ান রাজনীতিবীদ পটুয়াখালী আইনজীবী সমিতির সবচেয়ে প্রবীন সদস্য ছিলেন। অ্যাড.মোঃ শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারী জন্ম গ্রহন করেন, যিনি পটুয়াখালীতে সকলের কাছে শাহজাহান উকিল নামে পরিচিত ছিলেন।  ১৯৭৪ সালে তিনি পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান নির্বাচীত হন। ১৯৯৬ সালে প্রথমবার এ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া জাতীয় সংসদ সদস্য নির্বাচীত হন, পরবর্তীতে ২০০৮ এবং সর্বশেষ ২০১৮ সালে পটুয়াখালী -১ (পটুয়াখালী সদর,মির্জাগঞ্জ,ওদুমকী) থেকে তিনি সংসদ সদস্য নির্বাচীত হন এর মধ্যে ২০০৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে ধর্মপ্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।১৯৯০ সালে তিন জেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন সেই থেকে তিনি প্রায় ৩০ বছর এই দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিনপুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রাজনৈতিক সহকর্মী, অনুসারী রেখে গেছেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত