ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
ওসি প্রদীপসহ ৩ আসামিকে নিয়ে বাহারছড়ায় র‌্যাব
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-২১ ০৭:৪৭:১০

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামিকে নিয়ে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের বাহারছড়ার হত্যাস্থল পরিদর্শন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২১ অগস্ট) দুপুরে তাদের নিয়ে বাহারছড়ার ঘটনাস্থলে যায় র‌্যাব।

ঘটনাস্থলে রিমান্ডপ্রাপ্ত বরখাস্তকৃত টেকনাফ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) প্রদীপ দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিতকে নেওয়া হয়। তাদের সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র‍্যাব-১৫ ’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলামও উপস্থিত ছিলেন।

আসামীরা ঘটনাস্থলে গিয়ে তদন্তকারী কর্মকর্তার কাছে ঘটনার বিবরণ দেন বলে জানা যায়। আসামীদেরকে গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে ৭ দিনের জন্য রিমান্ডে নেয় র‌্যাব।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তাফা সরওয়ার বলেন, ‘এমন কী ঘটনা ঘটল যে সিনহাকে এক থেকে দেড় মিনিটের মধ্যে গুলি করা হলো এই প্রশ্নের উত্তর জানতে প্রধান তিন আসামিকে ঘটনাস্থলে নেয়া হয়েছে।’

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ