ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
পার্বতীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-১০-২০ ১২:২৯:৪৬
দিনাজপুরের পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ ইসমাঈলের সভাপতিত্বে কৃষকদের রবি মৌসুমে কৃষি প্রণোদনার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এড. মোস্তাফিজুর রহমান এমপি। সূচনা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, পৌর মেয়র আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন ও বেলাইচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবীদ নুর মোহাম্মদ রাজা। ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, শীতকালীন পিয়াঁজ, মুগডাল, ফসলের বীজ ও রাসায়নিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এর আওতায় ৪ হাজার ৪’শ ৪০ জন কৃষক রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় এই সুফল পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএফপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়। বিতরণ শেষে- ইদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ- এ স্লোগানকে সামনে রেখে জাতীয় ইদুর নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মাধবদী বিবির কান্দিতে বেঙ্গল বি লিমিটেড ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এলাকাবাসীর
দিনাজপুরে বিদ্যুতের অভাবে সেচকাজ ব্যাহত, দুশ্চিন্তায় দিনাজপুরের বোরো চাষি
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রার্থীকে এজেন্ট নিশ্চিত করতে হবে:ইসি রাশেদা সুলতানা
সর্বশেষ সংবাদ