নীলফামারীতে আন্তঃস্কুল ও মাদরাসা বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বাবড়ীঝাড় বিদ্যালয়
- নূর আলম, নীলফামারী
-
২০২৩-১০-২০ ১২:২৮:৩৮
- Print
মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শিশির বিন্দু ডিবেটিং সোসাইটির আয়োজনে বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল নীলফামারী সরকারী কলেজে অনুষ্ঠিত হয়েছে।
১০৮টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আন্তঃস্কুল ও মাদরাসার এই প্রতিযোগীতায় রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাবড়ীঝাড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়।
‘তরুণদের বিপথগামী হওয়ার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী’ বিষয়ের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন এবং বিপক্ষে অবস্থান ছিলো বাবড়ীঝাড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় দলের।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম।
এতে মুখ্য আলোচক হিসেবে ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব এবং মডারেটর হিসেবে কারমাইকেল কলেজ রংপুরের ভূতপুর্ব অধ্যাপক বাংলা শাহ আলম।
শিশির বিন্দু ডিবেটিং সোসাইটির প্রধান সমন্বয়ক মনিরুজ্জামান মানিক জানান ‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ শ্লোগানে অনুষ্ঠিত প্রতিযোগীতার পৃষ্ঠপোষকতায় ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।