ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে কিশোর-কিশোরীদের নিয়ে বাৎসরিক প্রচারণায় পুষ্টি কার্যক্রম উপস্থাপন
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-১০-১৭ ০৯:২৩:০০

কিশোর-কিশোরীদের মানোন্নয়নে চলমান পুষ্টি সংক্রান্ত কার্যক্রম উপস্থাপন ও বাৎসরিক প্রচারণা গতকাল নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।
 
সদর উপজেলার চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রচারণার আয়োজন করে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম(জানো)।
 
এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক শফিকুল ইসলাম। 
এছাড়া মোটিভেশনাল স্পিকার হিসেবে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. তুহিন ওয়াদুদ এবং একই বিভাগের অধ্যাপক ড. নিতাই ঘোষ বক্তব্য দেন।
 
নীলফামারী সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুরের জানো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ময় ত্রিপুরা এবং ইএসডিও’র জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান বক্তব্য দেন অন্যান্যের মধ্যে।

প্লান ইন্টারন্যাশনাল বিভাগীয় কার্যালয়ের জানো প্রকল্পের ক্যাম্পেইন এন্ড ডকুমেন্টশন স্পেশালিস্ট জাহানারা বেগম জানান, প্রচারণা কর্মসুচিতে তিনটি স্টল স্থাপন করা হয় যেখানে সবজি বাগান, কিশোরী কর্ণারে সরকারী বেসরকারী বিভিন্ন দফতরের উদ্যোগে বাস্তবায়িত পুষ্টি কার্যক্রম প্রদর্শণ করা হয়।
 
স্টল থেকে কিশোর-কিশোরীরা বিদ্যালয়ে জলবায়ু সহনশীল সবজি বাগান এবং বাসায় তৈরি পুষ্টিকর খাবার সম্পর্কে অতিথিদের অবগত করেন।
 
অনুষ্ঠান শেষে নারী ফুটবল দল, বিতর্ক প্রতিযোগীতা, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট, মেডেল, বই ও ট্রপি প্রদান করেন অতিথিগণ।
 
ইএসডিও’র জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কো-অপারেশন এর সহ-অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশ এর কারিগরী সহায়তায় ইএসডিও’র জানো প্রকল্প নীলফামারী জেলায় পুষ্টির মানোন্নয়নে কাজ করছে। 
ক্যাম্পেইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকগণ অংশ নেন। 

বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত
টাঙ্গাইলে বুরো হাসপাতালের শুভ সূচনা
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন