দিনাজপুরের ফুলবাড়ীতে পার্কিং সংকেত না দিয়েই সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে পিকআপের ধাক্কা লেগে নাজমুল হোসেন (১৯) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ১০ টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার খয়েরবাড়ী ইউপির ব্রহ্মচারী মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ কশিগাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফার্নিচার নিয়ে দিনাজপুরের বিরল উপজেলায় যাওয়ার পথে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলাধীন খয়েরবাড়ী ইউপির ব্রহ্মচারী মাদ্রাসা মোড়ে পৌঁছালে সড়কের
উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক নাজমুল হক নিহত হন। পিকআপে থাকা হেলপার আল আমিন (২১) ও ফার্নিচার মালিক সাদেকুর রহমার গুরুতর আহত হলে পথচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় পার্কি সংকেত ছাড়াই অবৈধ ভাবে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের চাচা আব্দুল খালেক মিয়া বাদী হয়ে সড়ক পরিবহন আইনে সড়কের উপর পার্কিং সংকেত ছাড়াই দাঁড়িয়ে থাকা অজ্ঞত ঐ ট্রাকের ড্রাইভার হেলপারের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।