ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
এমন কোন জায়গা নেই যে উন্নয়নের কমতি রেখেছেন বঙ্গবন্ধু কন্যা-আসাদুজ্জামান নূর
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-১০-১৬ ০৬:১৫:৪১

গণপুর্ত বিভাগ নীলফামারীর তত্বাবধানে তিন কোটি ১৫লাখ টাকা ব্যয়ে নির্মিত বীজ প্রত্যয়ন অফিসারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
 
সোমবার দুপুরে সার্কিট হাউস সড়কে অবস্থিত নতুন এই তিন তলা ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, গণপুর্ত বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান ও জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, এমন কোন জায়গা নেই যে, যেখানে উন্নয়নের কমতি রেখেছেন, আমরা যেটা ভাবি না, তিনি সেটাও ভাবেন, কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। 

দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করছেন, যার কারণে এত উন্নয়নের সুফল ভোগ করছি আমরা। 
জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, রংপুর বিভাগের মধ্যে তিনটি জেলায় এই রকম ভবন নির্মাণ হয়েছে এরমধ্যে নীলফামারীতেও আজকে উদ্বোধন করা হলো।

এই ভবনে বীজ গবেষনাগারও রয়েছে। ভবনটি হওয়ার ফলে সঠিক বীজ বিতরণ কিংবা কৃষকরা সঠিক পাচ্ছেন কিনা সেটি নিশ্চিয়তা পাওয়ার ক্ষেত্র বাড়লো এখন থেকে।

বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ