ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্রগ্রাম পাওয়ার
  • ব্রাহ্মণবাড়িয় প্রতিনিধি:
  • ২০২৩-১০-১৬ ০৩:২৬:৫৩

বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) নিয়ে ৪ বিভাগীয় শেখ রাসেল হুইলচেয়ার টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে 'চট্রগ্রাম পাওয়ার' দল। 

রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪ রানে সিলেট ফাইটার্স'কে পরাজিত করে। টসে জিতে চট্রগ্রাম পাওয়ার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে তারা নির্ধারিত ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ১০৪ রান করে। দলীয় ব্যাটসম্যান সুমন সর্বোচ্চ ৭৫ রান করেন। ব্যাটিংয়ে নেমে সিলেট ফাইটার্স ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ১০০ রান করে। ফলে ৪ রানে জয়লাভ করে চট্রগ্রাম পাওয়ার টিম। ম্যান অব দ্য ম্যাচ হন চট্রগ্রাম টিমের সুমন। খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা. একরামউল­াহ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন ও ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না।

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স