ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর চিরিরবন্দরে ড্রেনের নিচ থেকে যুবতী নারীর মরদেহ উদ্ধার
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২৩-১০-১৬ ০৩:০৯:৩১

দিনাজপুরের চিরিরবন্দরে আইরিন আক্তার আলো (২৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর ) সকালে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গুরুর হাট ওয়েসিস স্কুলের পেছনে সমিতি ডাঙ্গা ইছামতি নদীর পাড়ে ড্রেনের নিচ  থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই নারী একই এলাকার মোঃ আলম হোসেনের মেয়ে বলে জানাগেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার  সকালে রাণীরবন্দর হাট সমিতি ডাঙ্গা ইছামতি নদীর পাড়ে ড্রেনের ভিতরে  আলোর  মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী পুলিশকে জানান।

খবর পেয়ে সকালে  চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে ময়না তদন্ত শেষে হত্যার প্রকৃত ঘটনা বের করে দোষীদের বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহন করা হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী