ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সরিসা ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজবাড়ী প্রতিনিধিঃ
  • ২০২৩-১০-১৬ ০৩:০১:০৫

পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বেলা ১১টায়  সরিষা ইউনিয়নের হল রুমে সভা অনুষ্ঠিত হয়।  সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাংশা থানার এসআই দিপঙ্কর কুন্ডু, বহলা ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, কোলানগর একাডেমির প্রধান শিক্ষক ভজন কুমার দাস।

সরিষা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার বিশ্বাস বলেন, বর্তমান সময়ে প্রশাসন কিন্তু অন্য সময়ের একদম আলাদা। কেউ অপরাধ করলে তাদের কোন ছার দেয়া হবে না। আর সরিষা ইউনিয়নে সামাজিক সস্প্রতির এক সুনাম আছে।  সেই সুনাম আমরা ধরে রাখবো। দুর্গা পূজায় কেউ কোন অপকর্ম করে পার পাবে না। 

সামাজিক সম্প্রীতি কমিটির সভায়, ইউনিয়ন পরিষদের সদস্য, মসজিদের ইমাম, শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ আহমেদ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী