ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
গাজীপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
  • মাছুদ পারভেজ, গাজীপুরঃ
  • ২০২৩-১০-১৫ ০৪:৫৬:৪৪

এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন প্রতিপাদ্য মধ্যে গাজীপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে  হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন ।

রবিবার সকালে খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র জায়েদা খাতুন ।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী কাউন্সিলর ও ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিদের্শনায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম—৯ম শ্রেনি/সমমানের সকল ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি ভ্যাকসিন দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত টিকাদান কার্যক্রমের আওতায় ১৫ অক্টোবর ২০২৩ খ্রিঃ হতে ১০ কর্মদিবস গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯১৫০৯ জন শিক্ষার্থীদের এবং পরবর্তী ৮ কর্মদিবসে শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত ৩৪২৫ জন কিশোরীকে ১ ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত