“এক ডোজ টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরে উদ্ভোধন করা হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন।
রবিবার সকালে ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫র্ম থেকে ৯ম শ্রেনী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী সকল মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিশোধক টিকাদান কার্যক্রমের উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।এসময় সিভিল সার্জন ডা: মো: সিদ্দিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম উপস্থিত ছিলেন।টিকাদান কর্মসূচী উদ্ভোধনের মধ্য দিয়ে একযোগে জেলার সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫র্ম থেকে ৯ম শ্রেনী এবং ১০ থেকে ১৪বছর বয়সী সকল মেয়েদের ১৮দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে। ফরিদপুর জেলায় এবছর ১লাখ ১০হাজার ১৮৭জন মেয়েকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিশোধক টিকা প্রদান করা হবে।