ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সীরাতুন্নবী সাঃ উপলক্ষে মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠিত,৩৫০ জন কোরআনের হাফেজ কে পাগড়ী প্রদান
  • আলমগীর কবীর হৃদয়, পাবনা
  • ২০২৩-১০-১৪ ১০:৫০:৩২

অদ্য শনিবার ১৪ অক্টোবর শনিবার বাদ আসর, কওমি মাদরাসা পরিষদ পাবনা সদর এর উদ্যোগে পাবনা সদর গোরস্থান ঈদগাহ ময়দানে,কওমি মাদরাসা পরিষদ পাবনা সদরের সভাপতি মুফতি ইমরান খান এর সভাপতিত্বে বার্ষিক সীরাতুন্নবী সাঃ মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের সিপাহ সালার শায়খুল ইসলাম আল্লামা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. এর সুযোগ্য দৌহিত্র আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ হাসান মাদানী দা.বা. দেওবন্দ, ভারত থেকে আগত।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ নেয়ামতুল্লাহ  দা.বা. বড় হুজুর, জামেয়া আশরাফিয়া পাবনা।
বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন যথাক্রমে আল্লামা মুফতি সাখাওয়াত হোসাইন রাজি ঢাকা থেকে আগত, মুফতি বাহাউদ্দীন যাকারিয়া দা.বা. মুহতামিম,জামেয়া হুসাইনিয়া আরজাবাদ,ঢাকা ও মাওঃ শামছুল আরেফীন সাদী দা.বা. মুহতামিম,মাদরাসায়ে বেলাল (রা.) হেমায়েতপুর সাভার ঢাকা। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম আলোচনা করেন। উক্ত সীরাতুন্নবী সাঃ উপলক্ষে মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে পাবনা সদর কওমি মাদরাসার ৩৫০ জন কোরআনের হাফেজ কে পাগড়ী প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত