ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে শরীয়তপুরে বিএনপির অনশন কর্মসূচী পালিত
  • শরীয়তপুর প্রতিনিধি:
  • ২০২৩-১০-১৪ ১০:২৭:৩৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শরীয়তপুর জেলা বিএনপি অনশন কর্মসূচি পালন করেছে।

শনিবার বেলা ১১টায় জেলা শহরের ধানুকা এলাকায় রাণী মহলের সামনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়।

কর্মসূচীতে বিএনপি চেয়ারপারসনের স্থায়ী মুক্তি ও  বিদেশে চিকিৎসার দাবি করে বিএনপি নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।

শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু'র সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনশন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেত্রী রাজিয়া সুলতানা রাণী, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, সহ-সভাপতি ও কৃষকদলের সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ, দাদন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আফজাল হোসেন, সহ-প্রচার সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, পৌরসভার সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. এনামুল হক, যুবদল নেতা আলী মোল্লা, জাহাঙ্গীর আলম রাহুল, রাসেল সরদার, সাবেক ছাত্রনেতা সেলিম বেপারী, মোফাজ্জল মোল্লা, জিল্লুর রহমান সৈকত, জাসাসের সাবেক সিঃ সহ-সভাপতি খোকন মোল্লা, সাধারণ সম্পাদক সুমন খান, বর্তমান সাধারণ মনজুর হাসান, ছাত্রদল সভাপতি প্রার্থী পারভেজ খান, জেলা ছাত্রদল নেতা ইমাম মোল্লা, যুবদল নেতা রুবেল মোল্যা, সদ্য বিএনপিতে যোগদানকারী হাসেম সরদার সহ জেলা, উপজেলা, পৌরসভা বিএনপি  ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সাঈদ আহমেদ আসলাম  বলেন, বর্তমান সরকার ক্ষমতা ধরে রাখতে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে। দিন দিন খালেদা জিয়া অসুস্থ হয়ে গেলেও সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা নিচ্ছে না। তাই দেশ ও জনগণের স্বার্থে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার দাবি জানাচ্ছি।
 
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ড সুপারিশ করে যে, বাংলাদেশে এখন তার চিকিৎসার কোনো বিকল্প না থাকায় তাকে দ্রুত বিদেশে একটি মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে পাঠানো হোক।

লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন খালেদা জিয়া।

বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ