ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঝিনাইদহের হিরেডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের এক গ্রুপ প্রতিপক্ষ অপর গ্রুপে
  • রাজিব হাসান, ঝিনাইদহ
  • ২০২৩-১০-১৪ ১০:২৩:৪৫

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ যুবলীগ নেতা ইব্রাহিম খলিল রাজা গ্রুপের অতর্কিত হামলায় আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন গ্রুপের অন্তত ১০ টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালংকার ও গরু-ছাগল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে সদর উপজেলার হীরাডাঙ্গা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ক্ষতিগ্রস্থরা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম খলিল রাজা ও থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের মধ্যে বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে আজ শনিবার সকালে সদর উপজেলার হিরাডাঙ্গা গ্রামের পুর্বপাড়া ও সুরোপাড়াতে রাজা গ্রুপের লোকজন একত্রিত হয়ে প্রতিপক্ষ হিরোন চেয়ারম্যান এর সমর্থকদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ হামলায় বর্তমান ইউপি সদস্য রাশেদুল ইসলাম ও তার ভাই হাশেম, ভাতিজা জিল্লু, ফিরোজ উদ্দিন, মঞ্জুর রহমান, রঞ্জুর রহমান, এলোম হোসেনসহ প্রায় ১০টি বাড়িতে তান্ডবলীলা চালায়।

এ সময় তারা ঘরে প্রবেশ করে বাড়ির যাবতীয় মুল্যবান আসবাবপত্র ভাংচুর করে নগদ অর্থ, স্বর্ণালংকার, গরু-ছাগল লুট করে নিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি মোঃ শাহিন উদ্দিন জানান, হিরেডাঙ্গা গ্রামে কয়েক বাড়িতে ভাংচুর চালানোর ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ হামলা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী