পুঁজিবাজারের একমাত্র সরকারি বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর অন্যতম সাবসিডিয়ারি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ফরিদপুর শাখার উদ্ভোধন করা হয়েছে।
দেশের প্রধান তম মার্চেন্ট ব্যাংক হিসেবে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রন্ত সেবা দেশের সকল প্রান্তে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পূরণের অংশ হিসেবে শনিবার (১৪অক্টোবর) বেলা ১১টায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিনিয়োগকারীদের জন্য শহরের প্রানকেন্দ্র গোলপুকুর ড্রীম শপিং কমপ্লেক্স এর ৩য়তলায় আইসিএমএল এর ৯ম শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ কিসমাতুল আহসান, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএল এর চেয়ারম্যান মোঃ আবুল হোসেন।আইসিএমএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাজেদা খাতুন সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুুর রাজ্জাক মোল্যা ,আইসিএমএল এর পরিচালনা পর্ষদের সদস্য ড. মোঃ হুমায়ুন কবির চৌধুরী, মোঃ জাহিদ হোসেন, মির্জা ফৌজিয়া হক, এফসিএ, মোঃ আমজাদ হোসেন, রাজী উদ্দিন আহমেদ, এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান। এছাড়া স্থানীয় বিনিয়োগ কারীগণসহ আইসিবি’র মহা ব্যবস্থাপকগণ,ফরিদপুরের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, আইসিএমএল এর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণএবংস্থানীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উক্তঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আইসিএমএল এর ফরিদপুর শাখা মার্চেন্ট ব্যংকিং সংক্রান্ত সব ধরণের সেবা ফরিদপুর বাসীদের দোর গোড়ায় নিয়ে আসবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।