ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের নামে সড়ক নামকরনের ফলক উম্মোচন
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৩-১০-১৪ ১০:১৩:৫৯

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের নামে সড়ক নামকরনের ফলক উম্মোচন করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসু নরসিংহদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের নামে সড়ক নামকরনের ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাম ফলক উম্মচন করেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো: আলতাব হোসেন।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম টিপু সুলতান, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর কাজী গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: ফজলুর রহমান, সাধারন সম্পাদক রুমন চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির চেধুরী, বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি সৈয়দ রাসেল রেজা, নগরকান্দা শাখার সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল, বীর মুক্তিযোদ্ধার সন্তান অধ্যক্ষ মো: আখতারুজ্জামান, খন্দকার ফজলে রাব্বি ও শিশির আহমেদ।

পরে বীর মুক্তিযোদ্ধা দোলোয়ার হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। এসময় নিহত সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে দোয় করা হয়। এর আগে উত্তরীয় পরিয়ে আগত অতিথিদের বরন করে নেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম টিপু সুলতান।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী