ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজবাড়ীতে ব্যতিক্রমি শ্রমিক সমাবেশ
  • রাজবাড়ী প্রতিনিধিঃ
  • ২০২৩-১০-১৪ ১০:১২:১৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে ব্যতিক্রমী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রত্যেক শ্রমিককে গোলাপ ফুল দিয়ে বরণ নেয়া হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
দৌলতদিয়া ঘাট শাখা মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং রাজবাড়ী জেলা আওয়ামী চালক লীগ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন (তপু)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজাম, রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক  সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহবুব রব্বানী, রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহীদ মোল্লা।

সমাবেশ শেষ শ্রমিকদের সাথে বিরিয়ানি খেতে বসেন প্রধান অতিথি সংসদ সদস্য  কাজী কেরামত আলী। 
কাজী কেরামত আলী বলেন, শ্রমিকদের শ্রমেই পৃথিবী টিকে আছে। সে জন্য শ্রমিক ভাইদের সম্মানে এই আয়োজন। শ্রমিকদের সমস্যার কথা শুনলাম। সরকারের উন্নয়নের কথা শ্রমিকদের জানালাম। তারপর এক সাথে খাবার খেলাম। সবকিছু মিলে আয়োজনটি সুন্দর ছিল।

বাস চালক একলাস উদ্দিন বলেন, সমাবেশে আসার সাথে আমাদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়। প্রত্যেকের বসার চেয়ার ছিল। আমরা এমপির কথা শুনলাম। সমাবেশ শেষে বিরিয়ানি ও দই খেতে দিল। ভালো লেগেছে সব মিলিয়ে। 
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ হোসেন বলেন, আমাদের এমপি মহোদয়ের নির্দেশনায় এই আয়োজনটি করা হয়। স্থানীয় চার হাজারের বেশি শ্রমিক উপস্থিত হয়েছিলেন সমাবেশে। প্রত্যেক শ্রমিককে সম্মান জানানো হয়। আসলে আওয়ামী লীগের রাজনীতি মেহনতী মানুষের জন্য। এটা আরো একবার প্রমানিত হয়েছে হল দৌলতদিয়াতে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী