দুর্গাপুরে কোরআনের পাখিদের মাঝে কোরআন শরীফ বিতরণ করলেন পৌর মেয়র মিঠু
- মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
-
২০২৩-১০-১৩ ১১:৩৭:৪৯
- Print
রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ড শালঘড়িয়া ইসমাইল স্বর্ণকার হাফেজিয়া মাদ্রাসায় কোরআনের পাখিদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্গাপুর পৌরসভার মেয়র দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান সরকার মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু তালেব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ বি এম সিদ্দিকুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আনিসুর রহমান, পৌর কাউন্সিলর মাহফুল ইসলাম লিটন, সোহেল রানা, সোলায়মান আলী, সংরক্ষিত পৌর কাউন্সিলর ঝর্ণা খাতুন। দুর্গাপুর পৌরসভা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন কল্লোল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এস এম মাসুদ রানা, পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আরাফাত হোসেন, দুর্গাপুর সাংবাদিক সমাজের সাবেক সভাপতি মোবারক হোসেন শিশির, দুর্গাপুর পৌরসভার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ান হৃদয়, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আকাশ, মুক্তার হোসেন আলিফ, সমাজসেবক ও সাবেক পৌর কাউন্সিলর পুত্র ও ইসমাইল হোসেন স্বর্ণকার হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি একরামুল হক, পৌরসভার সৈনিক লীগের সভাপতি আবু সাঈদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইসাহাক আলী, মিজানুর রহমান, গোলাম মোর্ত্তজা রাশেল সহ অত্র মাদ্রাসার মাওলানা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।