ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
ইসরায়েলবিরোধী স্লোগানে মুখর নবীনগরের সর্বস্তরের মুসলিম জনতা
  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • ২০২৩-১০-১৩ ১১:৩৬:৪১
পবিত্র আল আকসা মসজিদে দখলদার ইসরাইল বাহিনীর বর্বরোচিত হামলা ও ফিলিস্তিনিদের উপর নির্বিচার গণহত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল করে নবীনগরের সর্বস্তরের তৌহিদী জনতা। আজ শুক্রবার (১৩ অক্টোবর) জুম্মার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার এস.আর অফিস কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নবীনগর সদরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে মুসল্লিরা ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে, বাংলাদেশে ইসরাইল সংশ্লিষ্ট সকল পণ্য ও ব্র্যান্ডকে অবৈধ ঘোষণা করতে হবে ও মিছিলে স্লোগান থেকে এ দাবি জানানো হয়। মুফতি বেলায়েতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে মাওলানা মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নবীনগর উপজেলার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, সহ-সভাপতি দাওয়াতুল হক পরিষদের মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা ফজলুর রহমান, সেক্রেটারী মাওলানা আব্দুল কাঈয়্যুম ফারুকী, দাওয়াতুল হক পরিষদের সেক্রেটারী হাফেজ মাওলানা মাকবুল হোসাইন, ভূমি অফিস জামে মসজিদের খতিব মাওলানা রায়হান উদ্দিন আনসারী, মাওলানা ফোরকান উদ্দিন নবীপুরী, দাওয়াতুল হক পরিষদের সহ সাংগঠনিক মাওলানা মুমিনুল হক ভূঈয়া, ইসলামী আন্দোলন মাওলানা জসিম উদ্দিন মাওলানা আব্দুর রউফ প্রমূখ। এ সময় সমাবেশে বক্তারা বলেন, বায়তুল মোকাদ্দাস মুসলমানদের স্মৃতিবিজড়িত স্থান। আমরা শুধু ফিলিস্তিনিদের পক্ষে না, আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে। ফিলিস্তিনের মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাবার পর যখন প্রতিবাদ করেছে, তখন পশ্চিমা বিশ্ব তাদের সন্ত্রাসী বাহিনী আখ্যা দিচ্ছে। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। বক্তারা আরো বলেন, মজলুমের সঙ্গে জালেমের সংঘাত হচ্ছে ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে সংঘাত। এর পেছনে ভূ-রাজনীতি, ধর্মীয় বিষয় এবং আন্তর্জাতিক স্বার্থ জড়িত। আজকের এই লড়াই কোনো জাতি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটি মানবতার পক্ষে লড়াই। সমাবেশে পৌর এলাকার বিভিন্ন মসজিদের শত শত ধর্মপান মুসল্লি উপস্থিত ছিলেন।
বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ