ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-১০-১৩ ১১:৩৩:০২
‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়িৎ’ শ্লোগানে নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিস কমীদের বিশেষ মহড়া প্রদর্শণ করা হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে বনার্ঢ্য র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সাঈদ মোহাম্মদ এর সভাপতিত্বে সভায় সদর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) ইবনুল আবেদীন, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক এনামুল হক, ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মেহবাহুল হক, রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ ও নীলফামারী পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর রতনা রায় বক্তব্য দেন। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় দিবসের কর্মসুচিতে সরকারী বিভিন্ন দফতর প্রধান ছাড়াও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভুমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক বিশেষ মহড়া প্রদর্শণ করেন নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত