ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
  • ২০২৩-১০-১২ ০৮:১৪:৩৯
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়; কৃষকের ভাগ্য পরিবর্তন হয়। নৌকা ক্ষমতায় আছে বলেই মাতৃত্বকালীন ভাতা, বয়স্কভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ভিজিএফ, ভিজিডি, ঘরে ঘরে বিদ্যুৎ গেছে; বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আগামীতেও এগিয়ে যাবে। কাজেই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সেবা করার সুযোগ দিন আপনাদের কাছে এটাই আমার চাওয়া। ১২ অক্টোবর রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজানখলশী উচ্চ বিদ্যালয় মাঠে কিশমত গনকৈড় ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউয়িন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় সুবিধাভোগীদের সাথে মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আঃ করিমের সভাপতিত্বে স্কুল মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান এসব কথা বলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের সাড়ে ১৪ বছরে নানা উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। সংসদ সদস্য আরো বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে দারিদ্র্য বিমোচন হচ্ছে। আজকে হতদরিদ্র নাই বললেই চলে, দেশে হতদরিদ্রের মাত্রা এখন মাত্র ৫ পারসেন্ট। আল্লাহর রহমতে সেটিও থাকবে না। কোনো মানুষ হতদরিদ্র থাকবে না। ছিন্ন কাপড় পরতে হয় না, বিদেশ থেকে পুরোনো কাপড় এনে পরাতে হয় না। প্রত্যেক মানুষের আজ কাপড় কেনার আর্থিক সচ্ছলতা এসে গেছে। যে এক বেলা ভাত পেত না, খাবার পেত না, আজকে দুই বেলা, তিন বেলা খাবার সুযোগ হয়ে গেছে মানুষের। আমরা সে ব্যবস্থা করেছি। এ দেশের কৃষক, শ্রমিক, এ দেশের মেহনতি মানুষ, প্রত্যেকের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। যার সুফল দেশের মানুষ পাচ্ছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কিশমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম , ভালুকগাছী ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতালেব মোল্লা, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. মিল্টন , পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার রহিম কনক, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক আমিনুল হক টুলু, কিশমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারন সম্পাদক আতিকুর রহমান রিপন, ঝালুকা ইউপির সাবেক চেয়ারম্যান মোজাহার আলী, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান নূরুন নবী, পৌরষভা ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা, যুগ্ন আহবায়ক মেহেদেী হাসান নিঝুম, ইসরাফিল আলম, ইমতিয়াজ জামান অয়ন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও যাদের জন্য আয়োজন আওয়ামী লীগ সরকারের অধিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২ শহস্রাধিক সুবিধাভোগী উপস্থিত ছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী