ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
পার্বতীপুরে নেসকোর আয়োজনে গণ শুনানী
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-১০-১২ ০৮:১৩:১৮
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যুত গ্রাহকদের নিয়ে গণশুনানীর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেসকো দিনাজপুর পরিচালন ও সংরক্ষন সার্কেল এর তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফরিদুল হাসান, বিশেষ অতিথি পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান, নেসকো পার্বতীপুর এর আবাসিক প্রকৌশলী কাওছার আহম্মেদ, উপ সহকারী প্রকৌশলী আকিবুল ইসলাম,হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশিদ, মেনহাজুল ইসলাম প্রমুখ। গণ শুনানীতে বিদ্যুতের লোড বৃদ্ধির বিষয়ে প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, অপ্রয়োজনীয় ভাবে যেসব গ্রাহকের বৈদ্যুতিক লোড বৃদ্ধি করা হয়েছে খুব দ্রæত সময়ের মধ্যেই লোড কমিয়ে দেয়া হবে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, অবৈধ বিদ্যুত ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এবং প্রতি মাসে একবার করে গণ শুনানীর আয়োজন করা হবে।
বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ