ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
নবীনগরে ভোটার বেড়েছে ৮৮ হাজার
  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • ২০২৩-১০-১০ ১১:৫৩:৫৪
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৪৭ ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নবীনগর উপজেলায় ভোটার বেড়েছে ৮৮ হাজার ৬৬ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটর সংখ্যা ছিলো ৩লক্ষ ৪৩ হাজার ৯১৪ জন। ভোট কেন্দ্র সংখ্যা ছিলো ১৩৯টি। একাদশের তুলনায় এবার বেড়েছে ১০টি কেন্দ্র। এরমধ্যে বর্তমান কেন্দ্র সংখ্যা ১৪৯টি। ভোটার সংখ্যা ৪ লক্ষ ৩১ হাজার ৯৮০জন।এর মধ্যে পুরুষ ভোটার ২লক্ষ ২৪ হাজার ৪১০ জন,নারী ভোটার ২ লক্ষ ৭হাজার ৫৬৮জন এবং তৃতীয় লিঙ্গ(হিজড়া) ২ জন ভোটার। নবীনগর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া ভোটার কেন্দ্র তালিকা থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী ২১ টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৫ এর নবীনগর উপজেলার নির্বাচনি এলাকা। জানা যায়, নবীনগর সদর পৌর এলাকার মোট ভোটার সংখ্যা হল ৪৬ হাজার ৫৬ জন।এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৯জন, ২৩ হাজার ১৩৫ জন ও তৃতীয় লিঙ্গ(হিজড়া) ২ জন ভোটার। উপজেলার ২১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৪৯১জন এবং ১ লক্ষ ৮৪ হাজার ৪৩৩ জন। এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বলেন, আমরা কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করেছি। যদি কেউ খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর কমিশনে আবেদন করে সে ক্ষেত্রে আমরা জেলা এবং উপজেলা কমিটি তদন্ত ও যাচাই-বাছাই করে তফসিলের পর যে চূড়ান্ত তালিকা পাবো সেটা গেজেটের জন্য পাঠাবো। এ বিষয়ে আরো জানতে চাইলে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী বলেন, খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর যদি কারও কোনো দাবি বা আপত্তি অথবা সুপারিশ থাকে তবে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন কার্যালয়ে লিখিতভাবে দাখিল করতে হবে।
সোনারগাঁও জাদুঘরের বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি
গাজীপুরে শেখ জামালের ৭১তম জন্মদিন পালন
নরসিংদীতে হিট স্ট্রোকে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
সর্বশেষ সংবাদ