ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২৩-১০-১০ ১১:৪৩:৪৮
- Print
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা দীপ্ত স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্রাহ্মনবাড়িয়া জেলা সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সুহিলপুরে আনসার ভিডিপির মাঠে আয়োজিত জেলা সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
স্বাগত বক্তব্য রাখেন সুহিলপুর আনসার ব্যাটালিয়ন পরিচালক ৫ মো.আব্দুল্লাহ আল হাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও,সিভিল সার্জন ডা.মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো.ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হেলেনা পারভীন ও আশুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সোহরাব উদ্দিন।
এর আগে আকাশে বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এছাড়া আনসার ও ভিডিপির সার্বিক কর্মকান্ডের উপর স্বল্প দৈর্ঘ্যর একটি প্রামাণ্য চিত্র প্রর্দশন করেন।
সমাবেশে জেলার ৯ টি উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষকবৃন্দ, উপজেলা কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও ওয়ার্ড দলনেতা দলনেত্রী বৃন্দ উপস্হিত ছিলেন।