ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ(অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট শুরু
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-১০-০৮ ০৬:১৫:৪৬

নীলফামারীতে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) শুরু হয়েছে।
  
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়াজনে গতকাল বিকেলে শেখ কামাল স্টেডিয়ামে দুই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিরোদা রানী রায়।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম এ সময় উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী দুই ম্যাচেই জলঢাকা পৌরসভা দলকে হারিয়ে বিজয়ী হয় নীলফামারী পৌরসভা দল।
 
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ছেলেদের খেলায় নীলফামারী পৌরসভা দল ২-০ গোলে এবং মেয়েদের খেলায় নীলফামারী পৌরসভা ৫-০ গোলে জলঢাকা পৌরসভাকে হারিয়ে জয় পায়।

তিনি জানান, ছেলে ও মেয়েদের ৭টি করে ১৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আগামী ১৩অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী