পিরোজপুরের স্বরূপকাঠিতে মোঃ হাসানুর রহমান অপু হত্যার বিচার ও খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা ১০টার দিকে স্বারূপকাঠি উপজেলা সড়কে স্বরূপকাঠি প্রেসক্লাবের সামনে সমুদয়কাঠি ইউনিয়নের সাধারণ জনগন ও নিহতের স্বজনরা মানবন্ধন কর্মসূচি পালন করেন। এর পরে হাসানুর রহমান অপু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
মানববন্ধনে নিহতহ হাসানুর রহমান অপুর মামাতো ভগ্নিপতি সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম মনির এবং চাচাতো ভাই নজরুল ইসলাম রিপন তাদের বক্তব্যে হত্যাকারীদের অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।
এসময় সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, হাসানুর রহমান অপু হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।খুনিদের শাস্তি হাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।সুমুদায়কাঠি ইউনিয়নে কোন সন্ত্রাসীর স্থান হবে না কোন মাদক কারবারীর স্থান হবে ন। এছাড়াও বক্তব্য রাখেন। শাহজাহান বেপারী, মনিরুল ইসলাম, নজরুল ইসলাম, ইউপি সদস্য সোহেল, শাহ আলম প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার দক্ষিণ সেহাংগল সুন্দর গ্রামে সাবেক ব্যাংক কর্মচারী খুলনা প্রবাসী আঃ জব্বারের ছেলে মোঃ হাসানুর রহমান অপু নিখোঁজ ছিলো। গতকাল শনিবার সকালে ওই গ্রামের জহির নামের এক ছেলে রুমানের বাড়ির পাশের বাগানে সুপারি পাড়তে গেলে দুর্গন্ধ পায়। পরে জহির বিষয়টি পার্শ্ববর্তী মাদ্রাসার সামনে থাকা লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে রুমানের বাড়ির পেছনে খড়ের গাদায় মাটি খুঁড়ে অপুর লাশ দেখতে পায়।
স্বরূপকাঠি কাউখালি সার্কেল সহকারি পুলিশ সুপার সাবিহা মেহবুবা জানান, হাসানুর রহমান অপু হত্যাকান্ডে পাচজনকে আসামী করে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। প্রথমদিকে হত্যার মুল অভিযুক্ত রুম্মান শেখ পলাতক ছিল। পরে ওই দিনই বিকেলে চট্টগ্রামের পাহাড়তলি থেকে রুম্মান সহ তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এরপূর্বে রুম্মানের এলাকা থেকে তার মা,বোন এবং ভাইয়ের মেয়েকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম থেকে গ্রেফতারকৃত রুম্মান সহ তার সহযোগীকে থানায় নিয়ে আসা হচ্ছে।